গোয়াইনঘাটসিলেট

গোয়াইনঘাটে সুবাস’র চমক

গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেট জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডে সদস্য পদে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় শুরু হয়ে ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে গোয়াইনঘাটের ৯৪ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ১টার ভেতরই পুরো ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এখানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন হাতি প্রতিকধারী সুবাস দাস। তার নিকটতম প্রতিদ্ধন্ধি ছিলেন ঘুড়ি প্রতিকধারী আলিম উদ্দিন। বেলা আড়াইটায় প্রিজাইডিং অফিসার মোঃ আবিদ আব্দুল্লাহ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী হাতি প্রতিকধারী সুবাস দাস পেয়েছেন ৬২, ঘুড়ি প্রতিকধারী আব্দুল আলীম উদ্দিন পেয়েছেন ২৪ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতিকধারী আব্দুল জলিল পেয়েছেন ৩ ভোট, টিউবওয়েল প্রতিকধারী ইনসাদ হোসেন রাজিব পেয়েছেন ৩ ভোট, তালা প্রতিকধারী ছয়ফুল আলম আবুল পেয়েছেন ২ ভোট।

এছাড়া এ ওয়ার্ডের প্রতিদ্ধন্ধি সংরক্ষিত ওয়ার্ড সদস্যা পদে বর্তমান সদস্যা তামান্না আক্তার হেনা পেয়েছেন ৪৪ ভোট নিকটতম প্রতিদ্ধন্ধি চম্পা বেগম পেয়েছেন ২৭ ভোট।

Back to top button