সিলেটের নির্বাচন ঢাকায় বসে দেখছে ইসি
টাইমস ডেস্কঃ সিলেট জেলা পরিষদ নির্বাচন চলছে। আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই নির্বাচন ঢাকায় বসে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ পরিস্থিতি মনিটরিং করতে সিলেটের সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলোর মাধ্যমে তাৎক্ষণিক দৃশ্যপট ঢাকায় বসে দেখতে পারছেন নির্বাচন কমিশনারগণ।
সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
সিলেটের ১৩টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে সদস্য প্রার্থী আছেন ৬৪ জন। তন্মধ্যে সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন।
এবার ইভিএম তথা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সিলেট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্র রয়েছে প্রত্যেক সাধারণ ওয়ার্ডে একটি করে। এসব কেন্দ্রে নিরাপত্তায় আছে সাতজনের ফোর্স।
সিলেটে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খান। তাকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।