সিলেটে স্টুডেন্ট ভিসা সফলতায় জনপ্রিয় নাম এডুকেশন কেয়ার

সিনিয়র প্রতিবেদক :- প্রবাসী অধ্যুষিত হওয়াতে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা গত কয়েক বছর থেকে উচ্চ শিক্ষার জন্য ইউরোপ আমেরিকার দেশ গুলোতে পাড়ি জমাচ্ছে। আর পাড়ি জমানোর সিড়ি হিসেবে কাজ করছে এডুকেশন কেয়ার।যুক্তরাজ্য আমেরিকা ও কানাডায় সফলতার সাথে স্টুডেন্ট ভিসা সহ স্টুডেন্টদের গাইডলাইনে মধ্যবিত্ত পরিবার গুলোর ভরসার আরেক নাম এডুকেশন কেয়ার। প্রতি বছর যেখানে দেশের অর্থনীতিতে নীরবে ভুমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি সময়ে প্রতিষ্ঠানটি বেশ সফলতা অর্জন করেছে এক যুগ থেকে শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে।
আমেরিকা ও কানাডা ভিসা প্রসেস অনেক জটিল হলেও এডুকেশন কেয়ার দক্ষতা ও বিচক্ষণতার সহিত শিক্ষার্থীদের ফাইল প্রসেস সহ যাবতীয় তথ্যাদি দিয়ে থাকে। এডুকেশন কেয়ার সিলেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা শিক্ষার্থীদের ভর্তি থেকে শুরু করে অফার লেটার সহ প্রসেস সম্পর্কে সকল তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। আমেরিকা কানাডায় কম প্রফিট থাকার পরও আমরা শিক্ষার্থীদের আমাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করি। আমাদের এখান থেকে প্রতিবছর শত শত শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জনে বিশ্বের নামি-দামি দেশ গুলোতে শিক্ষার্থীরা পাড়ি জমায় এবং তারা বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ভুমিকা রাখে।এ ছাড়াও আমরা সব সময় শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করেই সব সময় তাদেরকে কানাডা এবং আমেরিকা প্রথম দ্বিতীয় চয়েজ রাখার কথা বলি যেটা শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক। শিক্ষার্থীদের গতানুগতিক এমন সাফল্যে আমি ও আমার এডুকেশন কেয়ার অংশীদার হতে পারে আমরা আনন্দিত।
এডুকেশন কেয়ার সম্পর্কে যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মনসুর বলেন,আমি দীর্ঘ দিন থেকে উচ্চ শিক্ষায় প্রবাসে আসার স্বপ্ন দেখতাম আর সেই স্বপ্নে সিড়ি হিসেবে কাজ করেছেন আব্দুল্লাহ আল নোমান সহ এডুকেশন কেয়ারের সকল কর্মকর্তারা। তিনি আমাকে যুক্তরাজ্যে আবেদন না করে প্রথমে কানাডা এবং যুক্তরাষ্ট্র আবেদন করার কথা বলেন। একজন শিক্ষার্থীর জন্য নিসন্দেহে আমেরিকা কিংবা কানাডা সব দিক দিয়ে মানানসই নোমান সাহেবের এই জিনিসটা খুবই ভালো লেগেছে।