বিয়ানীবাজার সংবাদ

সিলেট জেলা পরিষদ নির্বাচন, উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহন

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনের ভোট শুরু হয়েছে সকাল ৯টায়। সারা দেশের ন্যায় সোমবার ৮নং ওয়ার্ড বিয়ানীবাজারের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়েও ভোটাররা তাদের ভোট প্রদান শুরু করেছেন। তবে প্রথম দিকে ভোটার উপস্থিতি নগন্য থাকলেও বেলা বাড়ার সাথে ব্যাপক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিন বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সদস্য পদপ্রার্থীদের সবাই প্রবেশ ফটকে দাড়িয়ে রয়েছে। তারা ভোটারদের অভিবাদন ও কোশল বিনিময় করছেন।

৮নং ওয়ার্ডে সদস্য পদে সাবেক সদস্য নজরুল হোসেন (ফ্যান), যুক্তরাষ্ট্র প্রবাসী পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ খসরুল হক (উটপাখি), সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন (সিএনজি), শিক্ষক আরবাব হোসেন খান (তালা), সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী (হাতি), ময়েজ আহমদ (টিফিন ক্যারিয়ার), মুক্তিযোদ্ধ আব্দুল কাদির (ক্রিকেট ব্যাট), আলীম উদ্দিন সুমন (ঘুড়ি) এবং আলী হোসেন (টিউবয়েল)।

দুপুর ২টায় ভোট গ্রহণ শেষ হবে। ইভিএমে ভোট গ্রহণ হওয়ায় ভোট গ্রহণ শেষ হওয়ার পনের মিনিটের মধ্যে ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

Back to top button