‘পড়ালেখার চাপে’ ঘর ছাড়ে সিলেট কাজিরবাজার মাদ্রাসার ছাত্র লিমন

টাইমস ডেস্কঃ সিলেটে নিখোঁজ থাকা আরেক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ১২ বছর বয়সী মো. লিমন হোসেন সিলেট জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
শনিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল (রহঃ) মাজার এলাকা থেকে লিমন হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরআগে গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় লিমন।
এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার আর কোনো খোঁজ মিলছিলো না। এঘটনায় গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এসএমপির কতোয়ালী থানায় জিডি করেন তার বাবা নগরীর জিন্দাবাজার এলাকার মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশার।
জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত লিমন পুলিশকে জানায়, পড়ালেখার চাপে পরিবারের লোকজনদের সাথে রাগ করে সে ঘর ছেড়ে চলে যায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, উদ্ধারকৃত লিমন হোসেনকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে।
এরআগে শনিবার রাতে সিলেটের রশিদপুর এলাকা থেকে ওসমানীনগরের এক মাদ্রাসাছাত্রকে আমিরুল ইসলামকে উদ্ধার করে পুলিশ।