সিলেটের জিন্দাবাজারে ‘ভূত সেজে’ রেস্টুরেন্টে চুরি!
টাইমস ডেস্কঃ সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারস্থ চিক চিকেন রেস্টুরেন্টে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ প্রায় অর্ধলক্ষ টাকা, মোবাইল ফোনসহ চুরি হয়েছে মূল্যবান কাজগপত্র।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার (১৫ অক্টোবর) ভোরে মহানগরীর পূর্ব জিন্দাবাজরস্ত আর বি কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত চিক চিকেন রেস্টুরেন্টের রান্নাঘরের ভ্যান্টিলেটর দিয়ে রেস্টুরেন্টের ভেতর ওই চোর প্রবেশ করে। এ সময় সে মুখ লুকানোর জন্য কখনো নিজের পরিহিত শার্ট আবার কখনো বস্তা ব্যবহার করে। পরে ক্যাশ কাউন্টারের তালা ভেঙে লকারে থাকা অর্ধ লক্ষাধিক টাকা এবং রেস্টুরেন্টের মোবাইল ফোনসহ মূল্যবান কাজগপত্র চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন চিক চিকেনের ম্যানেজিং ডিরেক্টর ফয়সল আহমেদ।
এ বিষয়ে কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, চুরির ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের ধরার চেষ্টা চলছে।