আন্তর্জাতিক

দুবাইয়ের আকাশে ট্যাক্সি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে স্থলপথ ও পানিপথে হরেকরকম যানবাহন তো প্রায়ই দেখা যায়। আকাশ পথের জন্যও ব্যতিক্রমধর্মী যানবাহন বাজারে আনার কথা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। এবার দুবাইয়ের আকাশে উড়তে দেখা গেল ট্যাক্সি।

আসলে দিন দিন যে হারে যানজট বেড়ে চলেছে, তাতে সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানো শহরাঞ্চলের মানুষের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিমান ও হেলিকপ্টার কাছের স্থানে ভ্রমণের জন্য মোটেও আদর্শ নয়। মানুষের সেই প্রয়োজন মেটানোর খোঁজ করতে গিয়েই আবিষ্কার হয়েছে ফ্লাইং ট্যাক্সি বা ইভিটিওএল (ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অব অ্যান্ড ল্যান্ডিং)।

চীনা ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং উড়ন্ত ট্যাক্সি তৈরির কাজ করছে। ভবিষ্যতে উড়ন্ত ট্যাক্সি হিসেবে গাড়ি বাজারজাত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি।

Back to top button