বড়লেখায় ইউপি চেয়ারম্যানের বি রুদ্ধে সদস্যদের অনাস্থা, অ নিয়ম-দুর্নীতির অ ভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে। এমন অভিযোগ করেছেন তারই পরিষদের ৮ জন সদস্য।
গত মঙ্গলবার বিকেলে ইউপি সদস্যগণ ইউএনও বরাবর লিখিত এই অভিযোগ দেন।
অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন- মো. বদরুল ইসলাম, তাজুল ইসলাম, সঞ্জিব দাস, সঞ্জয় দাস, এনামুল হক, ছালেহ আহমদ, শুক্লা রাণী দাস ও হাজেরা বেগম।
ভোক্তভোগী ৮ ইউপি সদস্যদের লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দায়িত্বগ্রহণের পর থেকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান তথ্যসেবা কেন্দ্রে নিজের পছন্দের লোক বসিয়ে নাগরিক সনদ, উত্তরাধিকারী সনদ, জন্মনিবন্ধন, ট্রেডলাইসেন্স, অটোরিকশার লাইসেন্স প্রদানে ইচ্ছা মাফিক অতিরিক্ত অর্থ আদায় করে পুরোপুরি জমা না দিয়ে আত্মসাৎ করছেন। খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের চালের কার্ড অনলাইন করার জন্য ১৪ টাকা নির্ধারণ করা হলেও ইউপি চেয়ারম্যান গরীব লোকদের কাছ থেকে ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন। প্রতিবছর জুন মাসে ইউনিয়নের বাজেট অধিবেশন করার নিয়ম থাকলেও তিনি আয়-ব্যয়ের কোনো হিসাব নিকাশ না করেই নিজের মনগড়া নিয়মে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে লাখ লাখ টাকার আর্থিক অনিয়ম ও আত্মসাৎ করছেন। ইউনিয়ন পরিষদের কোনো কার্যক্রমেই তিনি ইউপি সদস্যদের সম্পৃক্ত করেন না। পরিষদের উন্নয়ন বরাদ্দ, বিভাজন ইত্যাদি কোনো কিছু জানতে চাইলেই তিনি সদস্যচ্যুতির ভয়ভীতি প্রদর্শন করেন। ইউনিয়ন পরিষদের রেজুলেশন ছাড়াই প্রকল্প জমা ও অনুমোদন আদায় করে প্রকল্প খাতের অর্থ আত্মসাৎ করছেন। ইউপি চেয়ারম্যান নিজের ছেলে আলী হায়দার টিপু, ভাগ্না হাবিবুর রহমানকে মৌখিকভাবে ইউনিয়নের বিভিন্ন সেক্টরের দায়িত্ব দিয়ে পরিষদের সকল আয়ের খাতে হস্তক্ষেপ করিয়ে অর্থ আত্মসাৎ করছেন।
ইউপি চেয়ারম্যানের এসব অনিয়ম ও রেজুলেশন বিহীন প্রকল্প অনুমোদন না করার জন্য ভোক্তভোগী ইউপি সদস্যরা ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করেছেন।
তবে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান বলেন, ‘আমি কোনো দুর্নীতি করছি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ইউপি সদস্যরা যা পারুক করুক। আমার কিছু করার নেই।’
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ বলেন, ‘তালিমপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের আটজন সদস্য অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী কমিশনারের (ভূমি) নিকট পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’