সিলেটে ক রোনায় ফের মৃ ত্যু
টাইমস ডেস্কঃ সিলেটে মরণভাইরাস করোনা কেড়ে নিয়েছে আরেকজনের প্রাণ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র তথ্যটি জানিয়েছে।
ওই ব্যক্তিকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৩৯, সুনামগঞ্জে ৭৫ হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২৩ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র আরও জানায়- বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে আজ (শুক্রবার- ১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন। আর বাকি ৪ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।
এই ১৪ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৮ হাজার ১০০। আর এ নিয়ে সিলেটে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫০০ জন।