ঝাড়ফুঁক: এই অপচিকিৎসা এখনও বিশ্বাস করে গ্রামের মানুষ!

আশফাক জুনেদ, বড়লেখাঃ বাদ্যযন্ত্রের তালে তালে একজন যুবক নানা অঙ্গভঙ্গিতে নাচছেন আর বিভিন্ন ধরনের গান পরিবেশন করছেন। আছেন যন্ত্রশিল্পীরাও। তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন শত শত শ্রোতা।
দেখে মনে হবে কোন যাত্রাপালা কিংবা গানের আসর৷ আদতে এটা কোন গানের আসর নয়। এখানে চলছে বাতের ব্যাথার চিকিৎসা। নেচে গেয়ে চিকিৎসা করছেন কবিরাজ। রোগীকে বসানো হয়েছে একটি চেয়ারের মধ্যে। তাকে ঘিরেই চলছে গান আর নৃত্য।
বুধবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজারের চুলুপাড়া গ্রামের একটি বাড়িতে চলে এই চিকিৎসা।
সরেজমিনে সেই বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের সামনে মাদুর পেতে কবিরাজ তার দলবল নিয়ে বসেছে। রফিক উদ্দিন (ছদ্মনাম) নামের এক বৃদ্ধ চেয়ারে বসা। তার বাতের ব্যাথার সমস্যা। নানা চিকিৎসার পরও যখন বাতের ব্যাথা থেকে মুক্তি পাচ্ছেন না তখন তিনি এই চিকিৎসার শরণাপন্ন হয়েছেন। বারো হাজার টাকা নির্ধারণ করে সিলেটের কানাইঘাট থেকে আনা হয়েছে কবিরাজ। রাত সাড়ে এগারোটা থেকে কবিরাজ তার চিকিৎসা শুরু করেছে। রফিক উদ্দিনকে বসানো হয়েছে একটি চেয়ারের মধ্যে। তাকে ঘিরেই কবিরাজ নাচছেন আর গাইছেন। এভাবে রাতভর চলে গান আর নৃত্য। এসময় গান আর বাদ্যযন্ত্রের শব্দ শুনে গ্রামের অসংখ্য যুবক ও কিশোরেরা উপস্থিত হন রফিক উদ্দিনের বাড়িতে। ফজরের পরপরই শুরু হয় চিকিৎসা। ঝাড়ফুঁক শুরু করে কবিরাজ। পায়ের নিচে ব্লেড দিয়ে কেটে বের করা হয় রক্ত। এই রক্তের সাথেই নাকি বিষ বের হয়েছে।
এসময় কথা হয় কবিরাজ নুর উদ্দিন বাউলের সাথে। তিনি বলেন, ‘আমি অনেক বছর থেকে ঝাড়ফুঁকের চিকিৎসা করে আসছি। আমার চিকিৎসায় বহু মানুষ উপকৃত হয়েছেন। তবে শতভাগ রোগী যে সুস্থ হয়েছেন এমনটা বলতে পারবো না। আমি চিকিৎসা করার মালিক, সুস্থ করার দায়িত্ব উপরওয়ালার।’
তবে কবিরাজের এমন চিকিৎসায় রোগীর বাতের ব্যাথা কমুক আর নাই কমুক কবিরাজের পকেট ভারী হয়েছে ঠিকই। বারো হাজার টাকার সাথে নেচে গেয়ে কথার যাদুতে উপস্থিত শ্রোতাদের পকেট কেটেছেন তিনি। টাকা দিলে সেই ব্যক্তির নামে ধরছেন গান। আর তাথেই উপস্থিত শ্রোতারা খুশি হয়ে যে যার মতো টাকা গুঁজে দিচ্ছেন কবিরাজের হাতে।
শুধু দাসেরবাজার নয়। চিকিৎসাবিজ্ঞানের এই অগ্রগতির যুগেও এখনও বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এই ঝাড়ফুঁকে বিশ্বাস করে। সাপে কাটা, বাত রোগী, প্যারালাইজড রোগীদের চিকিৎসায় ডাকা হয় কবিরাজদের। রাতভর অশ্লীল গান আর নৃত্য পরিবেশের মাধ্যমে রোগীকে দেওয়া হয় এই অপচিকিৎসা। কোন কোন ক্ষেত্রে দুই – তিন দিন ধরে টানা চিকিৎসা করা হয়। বাড়িতে রেখে কবিরাজের করা হয় আদর আপ্যায়ন। এতে রোগীর সুস্থ হওয়ার চাইতে ক্ষতির শঙ্কা বেশি।
এদিকে এসব চিকিৎসার বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই বলে দাবি করেছেন চিকিৎসকরা। এটাকে অপচিকিৎসা দাবি করে তারা জানান, বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে এসেও মানুষ কেনো যে এসব চিকিৎসার দিকে ধাবিত হয়। এসব ঝাড়ফুঁকের কারণে লাভের থেকে ক্ষতির সম্ভাবনা বেশি।
এ বিষয়ে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বলেন, ‘ঝাঁড়ফুক এটা কোন চিকিৎসা নয়। এটা একটা অপচিকিৎসা। এর মাধ্যমে রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। অনেকসময় আমাদের হাসপাতাল থেকে রোগী নিয়ে যাওয়া হয় ঝাড়ফুঁকের জন্য। রোগীদের বুঝানোর পরও তারা এসব অপচিকিৎসা করাতে কবিরাজের শরণাপন্ন হন। এতে তারা নিজেদের ক্ষতি করছেন এটা বুঝেন না। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে এইসব অপচিকিৎসা আর কবিরাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। ‘