বিয়ানীবাজার সংবাদ

অকালেই চলে গেলেন বিয়ানীবাজারের যুবলীগ নেতা বাবর, রাত ১০ টায় জানাজা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা মো. বাবর হোসেন (৩৭) আর নেই। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুখবরে বিয়ানীবাজার উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সদাহাস্যজ্বল বাবরকে হারিয়ে তার রাজনৈতিক সহকর্মীরা শোকে মুহ্যমান।

বাবর আহমদ বিগত কিছুদিন থেকে তিনি কিডনী সমস্যায় ভূগছিলেন বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।

বাবর হোসেন লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামের মরহুম নূর উদ্দিনের ২য় পুত্র। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, ২ পুত্র, ৩ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার রাত ১০ টায় কালাইউরা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

Back to top button