সারাদেশ

যুবলীগ নেতার ই য়াবা সেবনের ছবি ভাইরাল

পটুয়াখালীর বাউফলে এক যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নেতার নাম মো. রিয়াদুল ইসলাম বাবু। তিনি উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ইয়াবা সেবনের ছবি ভাইরাল হতে দেখা যায়, খালি গায়ে নির্জন ঘরে বসে ইয়াবা সেবন করছেন যুবলীগ নেতা রিয়াদুল ইসলাম বাবু। মুখে ইয়াবা সেবনের পাইপ। কেউ একজন তার মুখে ফয়েল ধরে আছেন। আগুনের তাপে গলে যাওয়া ইয়াবার ধোঁয়া টেনে নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ছবিটি তুলেছেন। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেন।

এ ব্যাপারে যুবলীগ নেতা রিয়াদুল ইসলাম বাবু বলেন, ‘আমি ইয়াবা সেবন করি না এবং এর সঙ্গে জড়িত নই। আমার মুখে ধরিয়ে দিয়ে ওরা ছবি তুলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

এ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, রিয়াদুল ইসলাম বাবুর ইয়াবা সেবনের ছবি আমি দেখিনি, কিংবা কেউ আমাকে বলেওনি।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘আমি দেখিনি। যদি ওই রকম কিছু হয়, আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Back to top button