বিশ্বনাথে নৌকা চুরির মামলায় ১০ কৃষকের জামিন
নিউজ ডেস্ক- সিলেটের বিশ্বনাথে নৌকা চুরি ও মালামাল লুটপাটের মামলায় ১০ কৃষক জামিন পেয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) সিলেট জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে শুনানী শেষে বিজ্ঞ আদালত ১০আসামির জামিন মঞ্জুর করেন।
বিষটি নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট এসএম গফুর।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্বনাথের চাউলধনী হাওর নিয়ে কৃষক ও সাবলীজ গৃহীতাদের মধ্যে বিরোধ চলে আসছে। হাওর নিয়ে দু’টি হত্যা মামলাসহ দু’পক্ষে একাধিক মামলা চলমান রয়েছে। গত ৯অক্টোবর হত্যা মামলা ও সাবলীজ প্রতারণা মামলার আসামি জুনাব আলী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন, (মামলা নং-০৬)। মামলায় নৌকা চুরি ও মারামারি হয়েছে মর্মে উল্লেখ করা হয়। ওই মামলায় বুধবার ১০আসামির জামিন মঞ্জুর করেন আদালত।
মামলাটি সাজানো দাবি করেছেন চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আবহায়ক আবুল কালাম।
তিনি বলনে, গত ৩অক্টোর সোমবার ফের সাবলীজ গ্রহীতা আমতৈল (জমসেরপুর) গ্রামের আবু বক্করের ছেলে মতিউর রহমান ও আব্দুস সমদেও ছেলে রাকিব আলীর লোকজন বিপুল পরিমাণ বাঁশ নিয়ে মৌলভীরগাঁও গ্রামের পাশ দিয়ে নৌকা যুগে হাওরে নামতে যান। এসময় কৃষকরা তাদের জমিতে নামতে বাধা দিলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কৃষকরা থানা পুলিশকে খবর দিলে পলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান। এরপর দীর্ঘ সময় আলোচনা শেষে আমতৈল গ্রামের ইউপি সদস্য ইমাম উদ্দিনের ছেলের মাধ্যমে ঐ ৭ব্যক্তিকে ও তাদের নৌকা মালামাল বুঝিয়ে দেয়া হয়। এখানে কোন সংঘাত সৃষ্টি হয়নি।