জাতীয়

দেশে ফেরা প্রবাসী শ্রমিকরা পাবেন গার্মেন্টসে চাকরি

নিউজ ডেস্ক- বিদেশ থেকে ফিরে আসা প্রবাসী শ্রমিকরা যাতে গার্মেন্টস কারখানায় চাকরি পান, সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সঙ্গে আলোচনা শুরু করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)।

বুধবার (১২ অক্টোবর) বিজিএমইএ কমপ্লেক্সে আইসিএমপিডির সিনিয়র প্রকল্প ম্যানেজার গোল্ডা মাইরা রোমা বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে আইসিএমপিডি’র কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ ইকরাম হোসেন। তারা বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং টেকসই প্রবৃদ্ধির জন্য এ খাতের ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

বৈঠকে গোল্ডা মাইরা রোমা বলেন, ‘বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা, যারা বিভিন্ন কারণে বিদেশ থেকে দেশে ফিরে আসেন, তাদেরকে পোশাক শিল্পে নিয়োগ দেওয়া যেতে পারে। কারণ, তারা বাংলাদেশে ফিরে আসার পরে কর্মসংস্থান পাওয়ার জন্য সংগ্রাম করেন।’

এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক শিল্প কীভাবে, বিশেষ করে রপ্তানি আয় এবং লাখো কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন।

ফারুক হাসান তাদেরকে পোশাক শিল্পের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতে আগামী ১২-১৮ নভেম্বর ঢাকায় বিজিএমইএ এর উদ্যোগে অনুষ্ঠেয় ‘মেইড ইন বাংলাদেশ উইকে’ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান

Back to top button