মৌলভীবাজার

মৌলভীবাজারে হাইড্রোলিক হর্ণ জব্দ, জরিমানা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অর্ধশতাধিক হাইড্রোলিক হর্ণ জব্দ ও ১২টি পরবহনকে মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় ও মৌলভীবাজার কার্যালয়।

এসময় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প ও বিআরটিএ মৌলভীবাজার শাখা কার্যালয়ের সহযোগিতায় শ্রীমঙ্গল রোডে (রহমান সিএনজি পাম্প সংলগ্ন) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ভঙ্গ করে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে হানিফ পরিবহন, শ্যমলী পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসসহ সর্বমোট ১২টি পরিবহনকে ৯,৫০০ টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয় এবং প্রায় ৫০টি পরিবহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

এছাড়া শব্দ দূষণ রোধে জনগণের মাঝে পরিবেশ ও শব্দ সচেতনতার লিফলেট বিতরণ করা হয়।

শব্দ দূষণের কারণে পরিবেশ ও প্রতিবেশ তথা মানবদেহের উপর যে মারাত্মক ক্ষতি সাধিত হয়, তা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Back to top button