সুনামগঞ্জ

দোয়ারায় ‘অরোরা’র ভয়াবহ প্রতারণা, ক্ষতিগ্রস্ত শত শত মানুষ

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘অরোরা’ নামে একটি অনলাইন গ্রুপের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করে সর্বস্ব হারিয়েছেন শত শত মানুষ। এমনকি তাদের প্রতারণার শিকার হয়ে জেলও খেটেছেন অনেকে।

এমন বাস্তবতায় মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনলাইন প্রতারণা গ্রুপ ‘অরোরা’য় বিনিয়োগ করে ক্ষতিগ্রস্তরা সাংবাদিক সম্মেলন করে তাদের টাকা ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন।

উপজেলার বোগলাবাজারে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্তদের পক্ষে লিখিত বক্তব্যে হুমায়ুন আল মোমিন বলেন, ‘অরোরার প্রতারণার সঙ্গে জড়িত থাকার দায়ে জেলহাজতে আছেন স্কুল শিক্ষক আব্দুর রহমান আল আমিন। তিনি এলাকার যুবা-তরুণদের উদ্ধুদ্ধ করে নিজ দায়িত্ব প্রায় ৪ কোটি টাকা বিনিয়োগ করিয়েছেন। শত-শত মানুষ তার কথায় বিশ্বাস করে লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। আমরা আমাদের বিনিয়োগকৃত টাকা ফেরত চাই।’

ক্ষতিগ্রস্ত ইকবাল হোসেন বলেন, ‘মাস্টার আল-আমিনের পিতা মাওলানা আবদুল মান্নান জিহাদী মসজিদে গিয়ে ফতোয়া দিয়েছেন অরোরাতে বিনিয়োগ করা জায়েজ আছে। তাদের কথায় সরল বিশ্বাসে আমরা টাকা বিনিয়োগ করি। আমাদের টাকা ফেরত পাওয়ার পূর্বে কোনোভাবেই যেন তাঁকে জামিনে মুক্তি দেওয়া না হয় সে জন্য আমরা আদালতের কাছে আকুতি জানাই।’

তোষার আহমদ বলেন, ‘আল আমিন মাস্টার আগামী ডিসেম্বর পর্যন্ত অরোরা থাকার নিশ্চয়তা দিলে আমি ৭ লাখ টাকা বিনিয়োগ করি। আমার মত শত-শত যুবক তরুণরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছে। আমাদের টাকা ফেরত না পেলে প্রয়োজনে আমরা গণআন্দোলনের ডাক দেবো।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহসভাপতি কামাল পারভেজ, শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক আশিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,

বুলবুল হাছান শামীম, সৌরভ, রাকিব আল হাসান, জয়নাল আবেদিন, সাব্বির আলম, মো. মামুন মিয়া, তুষার আহমেদ, সেলিম আহমেদ, হুমায়ুন আল মুমিন, সোহেল আহমেদ, মো. ইমরান মিয়া, মো. ফারুক মিয়া প্রমুখ।

Back to top button