মেসিকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা, চারে পেলে
নিউজ ডেস্ক- আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলারদের র্যাংকিংয়ে এক নম্বরে রেখেছে যুক্তরাজ্যভিত্তিক ফুটবল বিষয়ক ম্যাগাজিন ‘ফোরফোরটু’। ‘সর্বকালের সেরা’ ১০০ ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি। সেখানে পেলে, ম্যারাডোনা, রোনালদোদের হারিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি। খেলোয়াড়ি জীবনে সব শিরোপা জিতে ফেললেও বিশ্বকাপটা এখনো অধরা মেসির। তবু ‘ফোরফোরটু’এর মতে, মেসিই সর্বকালের সেরা।
‘ফোরফোরটু’র র্যাংকিংয়ে দুইয়ে আছেন আরেক আর্জেন্টাইন দিয়েগো ম্যারাডোনা। তিনে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিলের জীবন্ত কিংবদন্তী পেলের অবস্থান চারে। পাঁচে রয়েছেন ফরাসি তারকা জিনেদিন জিদান। নেদারল্যান্ডসের কিংবদন্তি ইয়োহান ক্রুইফ আছেন ছয়ে।
সেরা দশের বাকিরা হলেন জর্জ বেস্ট, ফ্রাংক বেকেনবাওয়ার, ফেরেঙ্ক পুসকাস ও রোনালদো নাজারিও। তালিকায় আছেন ব্রাজিলের কাকা থেকে শুরুর করে কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনও। কাকা আছেন তালিকার ৯৮তম অবস্থানে, আর ইয়াশিনের অবস্থান ৩১-এ।
‘ফোরফোরটু’ র্যাংকিংয়ে সেরা দশে আছেন যারা :
১) লিওনেল মেসি
২) ডিয়েগো ম্যারাডোনা
৩) ক্রিস্টিয়ানো রোনালদো
৪) পেলে
৫) জিনেদিন জিদান
৬) ইয়োহান ক্রুইফ
৭) জর্জ বেস্ট
৮) ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
৯) ফেরেঙ্ক পুসকাস
১০) রোনালদো নাজারিও