সারাদেশ

বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর দাবি তুলব: মেয়র তাপস

এবার বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না, বিএনপি নেতাদের এমন হুংকারের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো হবে। গতকাল সোমবার ১০ অক্টোবর বিকেলে রাজধানীর শাহজাহানপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তাপস বলেন, রাতে ফোন করে বিএনপি নেতারা সমাবেশের অনুমতি পেতে অনুনয় বিনয় করে। আর সকালে সমাবেশে ক্যামেরা পেয়ে হুংকার দেয় আওয়ামী লীগের পতন ঘটাবে। বিএনপির হুংকারে কোনো কাজ হবে না। তাদের হম্বিতম্বিতে নির্বাচন বন্ধ হবে না বলেও সাফ জানান ডিএসসিসি মেয়র।

তিনি আরও বলেন, ‘বেশি তেড়িবেড়ি করলে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর দাবি তুলব।’ এ সময় বিএনপির সমালোচনা করে তাপস বলেন, দুই ঘণ্টার লোডশেডিংয়ে বিএনপি মায়াকান্না করে। অথচ তাদের শাসনামলে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকত না। বিএনপির সময় দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলেও অভিযোগ করেন মেয়র তাপস।

এদিকে শাহজাহানপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছাপিয়ে স্থানীয় নেতাকর্মীদের কণ্ঠে বারবার উঠে আসে টিপু হত্যাকাণ্ড এবং চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিষয়। সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে টিপু হত্যার বিচার চান তার স্ত্রী ফারহানা ইসলাম ডলি। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। টিপু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসি চান ডলি।

এ সময় তার পরিবারের পাশে থেকে সহযোগিতা করতে সম্মেলনে আসা নেতাদের প্রতি অনুরোধ জানান টিপুর স্ত্রী। টিপু হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘শাহজাহানপুর এলাকায় আর কোনো ক্যাসিনো গ্রুপ, ভাইয়া গ্রুপ এমনকি ফ্রিডম পার্টি বলে কিছু থাকবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। প্রয়োজনে ঘর শূন্য থাকবে। কিন্তু দলে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না।’

Back to top button