বিতর্কের মুখে সেই কলেজ ভবন থেকে সরানো হচ্ছে ব্যানার-ফেস্টুন
অবশেষে গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভবনে নেতাকর্মীদের লাগানো ব্যানার-ফেস্টুন খুলে ফেলার কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিকে ঈদে মিলদুন্নবী ও দুর্গাপূজার ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে কলেজের কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল সোমবার ১০ অক্টোবর রাতে কলেজ ভবন থেকে ওইসব ব্যানার ফেস্টুন সরিয়ে নিতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এদিন সান্ধ্যায় সম্মেলন কমিটির এক বৈঠকে কলেজ ভবন থেকে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আব্দুর রহমান মাস্টার বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় সম্মেলন প্রস্তুতি কমিটির মিটিং হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে তার ফেস্টুন-ব্যানার কলেজ থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। অনেকেই সরিয়ে নিয়েছেন। কিছু আছে, সেগুলো দ্রুত অপসরনের কাজ চলছে।’
এর আগে থানা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কোনাবাড়ী কলেজে ফেস্টুন-ব্যানার টাঙায় পদপ্রত্যার্শীরা। এতে ঢাকা পড়ে কলেজ ভবন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা সমালোচনা।
এ বিষয়ে কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন বলেন, আজ থেকে কলেজ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার রাত থেকে কলেজ ভবন থেকে সব ব্যানার ফেস্টুন সরিয়ে নেওয়া হচ্ছে।