সারাদেশ

কলেজ ঢেকে গেছে পোস্টার-ব্যানারে

কোনও আগন্তুক এসে ভবনটির দিকে তাকালে প্রথমেই মনে হতে পারে, এটা সম্ভবত রাজনৈতিক পোস্টার-ব্যানার সাঁটানোর নির্দিষ্ট স্থান। যেমনটা শহরের অলিগলির নির্দিষ্ট দেয়ালে থাকে বাসা ভাড়া, ট্রাক-ভ্যান ভাড়া, টিউশনি ও তান্ত্রিকের বিজ্ঞাপন। তবে ভবনের ওপর-নিচ তাকালে ভুল ভাঙবে আগন্তুকের। বুঝতে পারবেন, এটি একটি কলেজ ভবন। ভবনের ওপরের অংশে কোনাবাড়ী ডিগ্রি কলেজ লেখাটি ব্যতীত পুরোটাই এখন পোস্টার-ব্যানারে ঢেকে আছে।

সরেজমিনে দেখা গেছে, কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠের চারপাশে অ্যাকাডেমিক, প্রশাসনিক ভবনের এমনভাবে পোস্টার-ব্যানার সাঁটানো হয়েছে। দেখে বোঝা দায়, এটা যে কলেজ ভবন।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর (শনিবার) কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনকে ঘিরে পদ প্রার্থীরা নিজেদের পরিচয় জানান দিতে এক ধরনের প্রতিযোগিতা করে পোস্টার-ব্যানারে ভবনটি ঢেকে দিয়েছেন। এই ক্ষেত্রে নেওয়া হয়নি প্রতিষ্ঠানের অনুমতি।

২০০৩ সালে কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। এর ১০ বছর পর ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠনের মাধ্যমে এলাকাটি মহানগরের আওতাভুক্ত হয় এবং কোনাবাড়ী থানা এলাকা হিসেবে প্রতিষ্ঠা পায়। আগামী ১৫ অক্টোবর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলন হবে। সেটিকে কেন্দ্র করে বিভিন্ন পদের প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। শহরের উড়াল সেতু, বৈদ্যুতিক খুঁটি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালের পর রক্ষা পেলো না এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবনও।

কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মেলনের জন্য মাঠের অনুমতি দেওয়া হয়েছে। ভবনে পোস্টার-ব্যানার ঝোলানোর অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় নেতৃবৃন্দের কাছে এই বিষয়ে জানানো হয়েছে। কিন্তু তারা তা না মেনে ক্যাম্পাসের সবগুলো ভবন পোস্টার-ব্যানারে ঢেকে দিয়েছে।’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, ‘মহানগর আওয়ামী লীগ কমিটি গঠনের পর এই প্রথম কোনও থানা কমিটির সম্মেলন হতে যাচ্ছে। তাই নেতাকর্মীদের মধ্যেও বাড়তি উদ্দীপনা রয়েছে। তবে চর দখলের মতো, কলেজ ভবনে পোস্টার-ব্যানার লাগিয়ে জায়গা দখল করা ঠিক হয়নি।’

তিনি বলেন, ‘সাংগঠনিক দক্ষতা ও দলের জন্য পরিশ্রমকে মূল্যায়ন করে আমরা নেতা নির্বাচিত করবো। এসব লাগিয়ে নেতা হওয়ার সুযোগ নেই। সরেজমিনে, দেখে অস্বাভাবিক কিছু পেলে সমাধান করবো।’

সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন, ‘কিছু অতি উৎসাহী নেতাকর্মী এ কাজ করেছেন। এ ছাড়াও অনেক হাইব্রিড ও অনুপ্রবেশকারীও দলে পদ পেতে মরিয়া হয়ে পোস্টার-ব্যানার লাগিয়ে নিজেদের জাহির করার চেষ্টা করছেন।’

কোনাবাড়ী কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, মঙ্গলবার কলেজ খোলা। কিন্তু ব্যানার-ফেস্টুন যেভাবে লাগানো হয়েছে, তাতে ক্লাসে প্রবেশ করাটাই কষ্টকর হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের রাজনৈতিক পোস্টার লাগানো কতটা যৌক্তিক? এটি দেখতেও খারাপ লাগছে। আমরা এসব পোস্টার-ব্যানারের দ্রুত অপসারণ চাই।

কোনাবাড়ীর বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী মজিবুর রহমান শেখ বলেন, ‘বাসা-বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কোনও কিছুই বাদ দেয়া হয়নি। কোনাবাড়ীর সর্বত্র ব্যানার-ফেস্টুন।’

সম্মেলনে সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

Back to top button