আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ চলাকালে প্রতিদিন ৫ লাখ যাত্রী যাতায়াত করবেন মেট্রোরেলে

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের সময় দর্শক ও পর্যটকদের জন্য দোহা মেট্রোরেল হতে যাচ্ছে অন্যতম পছন্দের যাতায়াত বাহন।

সম্প্রতি ‘সেফ এন্ড ইফেক্টিভ ক্রাউড ম্যানেজমেন্ট এট মেট্রো স্টেশন’ নামক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়।

কাতার রেলের সিইও ডক্টর আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সুবাই টাউন হল মিটিংয়ে দোহা মেট্রো নিয়ে কথা বলেন।

এসময় তিনি বলেন, বিশ্বকাপ চলাকালে দোহা মেট্রো দৈনিক ৫ লাখ যাত্রী পরিবহন করবে। এটি দোহা মেট্রোর বর্তমান যাত্রী পরিবহনের তুলনায় প্রায় পাঁচ-ছয় গুণ বেশি।

আল সুবাই মিটিংয়ে কথা বলার সময় বিশ্বকাপের স্টেকহোল্ডার ও পার্টনার অর্গানাইজারদের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আল সুবাই আরও বলেন, আগামী ৪৭ দিনের মধ্যে গোটা বিশ্বের চোখ স্থির হয়ে থাকবে কাতারের দিকে।

কারণ আমরা কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ উপভোগের জন্য ফুটবল ভক্তদেরকে স্বাগত জানানোর পাশাপাশি জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করছি।

সব অংশীজনদের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি ব্যতিক্রমী টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টটি ক্রীড়া ও বিনোদনের একটি ব্যতিক্রমী আয়োজন হিসাবে বিশ্বে প্রমাণিত হবে।

Back to top button