সরকারিভাবে ফিজিতে যাওয়ার সুযোগ
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নেবে ফিজি। আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
চাকরির শর্ত:
১. চাকরির চুক্তি ২ কছরের জন্য, তবে নবায়নযোগ্য
২. প্রতি সপ্তাহে ৪৫ ঘণ্টা ডিউটি
৩. প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা, খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
৪. প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে।
৫. চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফেরৎ আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে।
৬. অন্যান্য শর্তাবলি ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে।
আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণ করে অন্যান্য তথ্য পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিংক এখানে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeQMf6JAEE9JO3Q-R45RylK2E1bCM_WTwHCqs-Ib1dAEvv4PA/viewform