সিলেট
স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা
![](https://beanibazartimes.com/wp-content/uploads/2022/10/3B57FCD6-E778-45D1-8A0F-3260D6CA92A5-600x337-1.jpeg)
স্বেচ্ছাসেবক দলের রাজশাহী সিলেট মহানগর ও জেলা বগুড়া এবং কক্সবাজার জেলার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাতে সংগঠনের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেট জেলা: আহবায়ক – আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব -শাকিল মোর্শেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক – মিফতাউল কবির
সিলেট মহানগর: আহবায়ক -মাহবুবুল হক চৌধুরী , সদস্য সচিব – আফসর খান, সিনিয়র যুগ্ম আহবায়ক -আব্দুস সামাদ তুহেল