মৌলভীবাজার

টানা ছুটিতে পর্যটকদের ভিড়, খালি নেই হোটেল-রিসোর্ট

নিউজ ডেস্ক- টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর প্রাণ-প্রকৃতিতে সমৃদ্ধ মৌলভীবাজার জেলা। লাউয়াছড়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাতসহ দেশের বৃহৎ হাওর হাকালুকি হাওর দেখতে এসেছেন প্রচুর সংখ্যক পর্যটক। দীর্ঘদিন পর পর্যটকদের এ স্রোত পর্যটনশিল্প বিকাশে সহায়ক হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

একটু স্বস্তির নিঃশ্বাস ও আনন্দময় সময় কাটাতে দেশ-বিদেশের হাজারো পর্যটক এখন মৌলভীবাজারে। পর্যটকদের আগমনে জেলার অধিকাংশ রিসোর্ট-কটেজ, হোটেল-মোটেল শতভাগ পরিপূর্ণ হয়েছে জানিয়েছেন পর্যটন সেবা সংস্থার নেতৃবৃন্দরা। পর্যটকদের ভিড় বেড়েছে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাওয়া ছুটিতে ইতিমধ্যে শ্রীমঙ্গলের বেশির ভাগ হোটেল-রিসোর্টে কক্ষ খালি নেই।

ছুটিতে সব সময় পর্যটকদের ভিড় লেগে থাকে শ্রীমঙ্গলে। সবুজের সৌন্দর্য উপভোগ করতে পুরো মৌলভীবাজার ঘুরতে পর্যটকেরা শ্রীমঙ্গলের হোটেল-রিসোর্টে রাত যাপন করে থাকেন। এখানে পর্যটকদের জন্য আছে সারি সারি চা–বাগান, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, শ্রীমঙ্গলের চা জাদুঘর, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন, মাধবকুণ্ড জলপ্রপাত, মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিল, চা–কন্যা ভাস্কর্য, বধ্যভূমি ৭১, ভাড়াউড়া লেক, ব্রিটিশদের সমাধিস্থল ডিনস্টন সিমেট্রি, হরিণছড়া গলফ মাঠ, খাসিয়া পুঞ্জি, সুপ্রাচীন নির্মাই শিববাড়িসহ অসংখ্য দর্শনীয় স্থান।

কুড়িগ্রাম থেকে আসা শফিকুল ইসলাম খান বলেন, ‘আমি অনেক আগেই এখানে এসেছিলাম। আমার স্ত্রী ও সন্তানেরা চা–বাগান দেখতে চেয়েছিল। এবার পুরো পরিবার নিয়ে চলে এসেছি মৌলভীবাজারের বিভিন্ন চা–বাগান ও দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছি। সবুজের মাঝে খুবই ভালো লাগছে। চা–বাগানের ভেতরে পরিবারের সবার সঙ্গে আনন্দ করছি। তানিম খান নামের এক তরুণ বলেন, আমি সমুদ্র দেখতে বেশি ভালোবাসি। তবে এবার সমুদ্র ছেড়ে সবুজের প্রেমে পড়েছি। এই প্রথম চা–বাগানে আসলাম। চা–গাছ ছুঁয়ে দেখলাম। বেশ ভালো লাগছে। আসলে একেক জায়গার সৌন্দর্য একেক ধরনের। চা–বাগান যে এত ভালো লাগবে, না আসলে বুঝতাম না।

ঢাকা থেকে লাউয়াছড়ায় ঘুরতে আসা পর্যটক তানিয়া আক্তার বলেন, ঢাকা থেকে এখানে এসে মনে হচ্ছে অক্সিজেনের ভাণ্ডার পেয়েছি। যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ। তবে পর্যটনকেন্দ্রগুলোতে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামসুল হক বলেন, মৌলভীবাজারে অনেকগুলো দর্শনীয় স্থান থাকায় যেকোনো লম্বা ছুটিতে জেলায় প্রচুর পর্যটক আসেন। আর পর্যটকদের বড় অংশ রাতযাপনের জন্য শ্রীমঙ্গলকে বেছে নেন। সেখানে ছোট–বড় অনেক হোটেল-রিসোর্ট গড়ে উঠেছে। পর্যটকেরা এসব হোটেল-রিসোর্টে থেকেই মূলত পুরো জেলায় ঘুরে বেড়ান।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক এস কে দাশ সুমন জানান, করোনা এ শিল্পকে ক্ষতবিক্ষত করার পর ধীরে ধীরে দুঃসহ সময় পেরিয়ে স্বাভাবিক করার সব ধরনের চেষ্টা চলছে। এবার ৮০ থেকে শতভাগ হোটেল, রিসোর্ট-কটেজ বুকিং হয়েছে। তাই করোনার পর এবার দীর্ঘ ছুটিতে ঢল নেমেছে পর্যটকদের।

রোববার লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকেট কালেক্টর শাহীন মাহমুদ বলেন, এ পাঁচদিনে প্রায় সাড়ে পাঁচহাজার পর্যটক লাউয়াছড়ায় ঘুরতে এসেছেন। অনেককে টিকেট দিতে আমাদের সময় লেগেছে। কারন টিকেট কাউন্টারে ভিড় ছিল। এরপরও টিকেট সংগ্রহ করে পর্যটকরা প্রবেশ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে পর্যটন-সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী বলেন, গত ১০ বছর পর্যটন নগরী হিসেবে শ্রীমঙ্গলে যে উন্নয়ন করা হয়েছে, তার বেশির ভাগই করেছেন পর্যটন ব্যবসায়ীরা। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সব সময় শ্রীমঙ্গলের উন্নয়নের গল্প শোনান। কিন্তু বাস্তবে তার প্রতিফলন কম। এখনো শ্রীমঙ্গলের অনেক রাস্তাঘাট ভাঙা এবং পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন হচ্ছে না। পর্যটন ব্যবসায়ীদের পাশাপাশি জনপ্রতিনিধিরা এগিয়ে এলে শ্রীমঙ্গলের সৌন্দর্য আরও বাড়ত।

মৌলভীবাজার টুরিস্ট পুলিশের তথ্যমতে, এ বছর এ কয়েকদিনে পর্যটকদের ঢল নামে, ফলে জেলার ছোট বড় সব বিনোদন কেন্দ্র মুখরিত হয় পর্যটকদের পদচারণায়। একসঙ্গে এত পর্যটকের ঢল বিগত সময়ে নামেনি। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের কাজ করছে টুরিস্ট পুলিশ। পাশাপাশি সাদা পোশাকে টুরিস্ট পুলিশের অনেক সদস্য কাজ করছেন।

Back to top button