আসছে শীত, সিলেটে কমতে শুরু করেছে তাপমাত্রা
নিউজ ডেস্ক- সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে প্রকৃতি। বদলে যাচ্ছে পরিবেশ। এরই ধারাবাহিকতায় ভর বর্ষায়ও দেশে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। জুলাই ও আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি হয়েছে কম। তবে গত সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়েছে আশানুরূপ। আর অক্টোবরের শুরু থেকে সিলেটসহ দেশজুড়ে বৃষ্টি হচ্ছে।
যার ফলে কমতে শুরু করেছে সিলেটের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে গরমে আধিপত্য থাকলেও সিলেটের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, যদি না হঠাৎ কোনো লঘুচাপ সৃষ্টির ফলে ব্যাপক পরিমাণ বৃষ্টি না ঝরে। তবে এ মাসের শেষ দিক থেকে তাপমাত্রা আরো কমতে থাকবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থান রয়েছে।
আজ রোববার বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও রাজশাহীতে, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় শ্রীমঙ্গলে, ৫১ মিলিমিটার।