কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রে ফতার ১
নিউজ ডেস্ক- সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদসহ দুলাল আহমদ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের মৃত হানিফ আলীর ছেলে। এসময় সিএনজি চালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) উপজেলার ভোলাগঞ্জ কালাসাদেক মহাসড়ক থেকে সিএনজি অটোরিকশাসহ তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন- মাদকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্সে আছে। নিয়মিত মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের মাদববিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
তিনি আরও জানান- শনিবার রাত ৮ টা ৪০ মিনিটে কোম্পানীগঞ্জ থানার এস.আই জনার্দন সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে দুলাল আহমদকে গ্রেফতার করেন। এ সময় তারা সিএনজি অটোরিকশা থেকে ৩ টি বস্তাতে থাকা ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন এবং মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাটিও থানায় জব্দ করেন।