বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন তৈরির অভিযোগ

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজরের বড়লেখার দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলুর সাক্ষর জাল করে জন্মনিবন্ধন সনদ তৈরির সময় হাতেনাতে জাকির হোসেন নামের এক স্কুল শিক্ষককে আটক করেছেন ইউপি সদস্যরা। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার সকালে এনাম উদ্দিন নামের এক ব্যক্তির জন্ম নিবন্ধন সনদে চেয়ারম্যানের সিল মেরে তাথে সাক্ষর জাল করার সময় তাকে উপস্থিত ইউপি সদস্যরা আটকে রাখেন। ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে এই ঘটনা ঘটে। জাকির হোসেন মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৮ অক্টোবর) ছবি তোলার নির্ধারিত তারিখ ছিল। এইদিন সকাল ১১টার দিকে মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন এনাম উদ্দিন নামে গ্রামতলার এক ব্যক্তির জন্ম নিবন্ধনের মুল সদন নিয়ে সচিবের কক্ষে প্রবেশ করেন। এসময় তিনি টেবিলের উপর ঝুঁড়িতে রাখা চেয়ারম্যানের সিল নিয়ে এনাম উদ্দিন নামের ওই ব্যক্তির জন্ম নিবন্ধন সনদে মারেন। কিছুক্ষণ পর আরও একটি ইংলিশ জন্ম নিবন্ধন সনদ নিয়ে এসে সেখানেও সিল মারার চেষ্টা করেন। এসময় রাফাত আহমদ নামের একজন ইউপি সদস্য জন্ম নিবন্ধন সনদে চেয়ারম্যানের সিলের উপরে চেয়ারম্যানের সাক্ষর দেখতে পান। অথচ চেয়ারম্যান তখন ইউনিয়ন পরিষদে ছিলেন না। তিনি পরে বিষয়টি সম্পর্কে জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি নানা ছলচাতুরী শুরু করেন। ঘটনার সময় ওই কক্ষে আরও কয়েকজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
পরে তারা চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন।

এ বিষয়ে ইউপি সদস্য রাফাত আহমদ বলেন, ‘ শনিবার সকালে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে জাকির মাষ্টার আমার সামনে ঝুঁড়ি থেকে সিল নিয়ে জন্ম নিবন্ধন সনদে মারেন। কিছুক্ষণ পর তিনি আরও একটি ইংলিশ জন্ম নিবন্ধন সদন নিয়ে এসে সেখানেও বাংলা সিল মারেন। এসময় আগের সিল মারা সনদে আমি চেয়ারম্যানের সাক্ষর দেখতে পাই। অথচ চেয়ারম্যান ইউনিয়নেই নয়। সাক্ষর কিভাবে পেলেন জানতে চাইলে তিনি আমার হাতেপায়ে ধরা শুরু করেন। পরে আমি বিষয়টি চেয়ারম্যানকে জানাই। ‘

তবে অভিযুক্ত শিক্ষক জাকির হোসেনের দাবি তিনি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করেননি। তিনি বলেন, ‘ওই ব্যক্তি জন্মনিবন্ধনের একটি প্রিন্ট কপি নিয়ে এসে আমার কাছে চেয়ারম্যানের চাচা পরিচয় দেন। জন্মনিবন্ধন সনদে ইউপি চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর ও সিল ছিল না। তিনি অনুরোধ করায় ইউপি কার্যালয়ে উপিস্থিত সদস্যের সম্মতিতে আমি সিল মেরে তাকে চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর আনতে পাঠাই। আমি চেয়ারম্যান কিংবা সচিবের স্বাক্ষর জাল করিনি।’

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু বলেন, ‘আমি একটি বিচারে ছিলাম বাড়িতে। সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য রাফাতের ফোন পেয়ে ইউনিয়নে যাই। সেখানে গিয়ে দেখি শিক্ষক জাকিরসহ অন্য শিক্ষকগণও উপস্থিত রয়েছেন। জানতে পারি শিক্ষক জাকির ভোটার তালিকায় নাম তুলতে একজনের জন্মনিবনন্ধনের কাগজে আমার স্বাক্ষর জাল করে দিয়েছেন। তিনি ক্ষমার অযোগ্য একটি কাজ করেছেন। পরে এলাকার গণমান্যব্যক্তি ও জ্যেষ্ঠ শিক্ষকদের উপস্থিতিতে জাকির হোসেন তার এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।’

Back to top button