বড়লেখায় নদী ভাঙনে রাস্তা বিলীন
বড়লেখা প্রতিনিধি: সোনাই নদীর ভাঙনে বিলীন হতে চলেছে মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নের বিহাইডহর গ্রামের পাকা রাস্তার একাংশ। সোনাই নদীর তীর ঘেঁষা বিহাইডহর বাজার সংলগ্ন ওই রাস্তার একটি অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে চরম ঝুঁকি নিয়ে এখন এলাকার মানুষ চলফেরা করছেন। বন্ধ রয়েছে সবধরনের যান চলাচল।
এলাকাবাসী জানান, এলাকার মানুষ ও সরকারি সহযোগিতায় বার বার ভাঙন প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। সংস্কারের কিছুদিনের মধ্যে ফের সৃষ্টি হয় ভাঙন। কোনমতেই ভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। সর্বনাশা সোনাই নদীর ভাঙনের কবল থেকে রক্ষা পেতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সংলিষ্ট সুত্রে জানা গেছে, বোয়ালী- নিজবাহাদুর ৯ কিলোমিটার রাস্তার বিহাইডহর বাজার সংলগ্ন অংশে সোনাই নদীর তীব্র স্রোত থাকার কারণে বার বার ভাঙনের কবলে পড়ে। ভাঙন প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও কোনমতে ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। সর্বশেষ প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বোয়ালী – নিজবাহাদুরপুর ৯ কিলোমিটার রাস্তা পুনঃসংস্কারের সাথে এই অংশে গার্ড ওয়াল তৈরি করে ব্লক বসানো হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পর ব্লক ভেঙে নদী গর্বে বিলীন হয়ে যায়। ফলে ফের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় এলাকাবাসীর।
স্থানীয় যুবক তানভীর আহমদ জানান, ‘অনেকদিন হয়ে গেছে রাস্তাটি ভেঙেছে। এখনো কোন জনপ্রতিনিধি ভাঙন কবলিত স্থানটি পরিদর্শনে আসেননি। গ্রামের মানুষ চরম ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করছেন। আমরা দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
বড়লেখা উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয় বলেন, ‘ ভাঙন প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রী মহোদয় পানি উন্নয়ন বোর্ডকে ডিও লেটার দিয়েছেন। যেহেতু এটা নদী ভাঙন সে ক্ষেত্রে এটি পানি উন্নয়ন বোর্ড কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন ‘ ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রী মহোদয় ডিও লেটার দিয়েছেন। ভাঙন প্রতিরোধে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।’