বিয়ানীবাজার সংবাদ

মৌলভীবাজারে শেষ মুহূর্তের প্রচারে ব্য*স্ত প্রা*র্থী*রা

নিউজ ডেস্ক- মাত্র একদিন পর মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন- এ আলোচনায় সরগরম জেলার রাজনৈতিক অঙ্গন। জেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীর মাঝে পদ দুটির প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। সভাপতি পদে একই বলয়ের দুই অগ্রজ-অনুজের প্রতিদ্বন্দ্বিতায় লড়াই জমে উঠেছে। সবাই প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষায় সম্মেলন-কাউন্সিলের। সেখানেই জেলা যুবলীগের আগামী দিনের কাণ্ডারি বেছে নেওয়া হবে।

সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

সোমবার সকাল ১০টায় মৌলভীবাজার সরকারী স্কুল মাঠে সম্মেলন ও পৌর জনমিলন কেন্দ্রে কাউন্সিল হবে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ।

জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন-কাউন্সিল অনুষ্ঠিত হয়। তখন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাহিদ আহমদ ও সৈয়দ রেজাউর রহমান সুমন। প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতির কারণে ত্রিবার্ষিক মেয়াদের কমিটিতে চলে গেছে প্রায় সাড়ে পাঁচ বছর।

সম্মেলনের সময়সূচি নির্ধারণের আগে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন দলের হাইকমান্ড। সভাপতি পদে ৯ এবং সম্পাদক পদে ১০ নেতা জীবনবৃত্তান্ত জমা দেন। সম্প্রতি সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদ পেতে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্র। এতে জেলা সদর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অনেকে জেলা কমিটির বিভিন্ন পদে আবেদন করেছেন। ফলে এবার জেলা যুবলীগের কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামের শাহিদুর রহমান সাংবাদিকদের জানান, কেন্দ্র থেকে জীবনবৃত্তান্ত চাওয়ায় জেলা যুবলীগের কৃষিবিষয়ক সম্পাদক পদ পেতে আবেদন করেছি। এভাবে আরও অনেকে জেলা কমিটির বিভিন্ন পদে প্রত্যন্ত অঞ্চল থেকে আবেদন করেছেন।

এদিকে চলমান কমিটির সভাপতি নাহিদ আহমদ প্রার্থী না হওয়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন সভাপতি পদ পেতে জোর চেষ্টা, তদবির করছেন। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ বলেন, করোনা ও বন্যার সময়ে অভাবী অসহায় মানুষের কল্যাণে সবসময় ব্যক্তিগত উদ্যোগে দলীয় ব্যানারে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক সুমন। এ ছাড়া রমজান মাসে খাদ্যসামগ্রী ও ঈদে গরিবদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে জেলা যুবলীগকে মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছেন। এদিক দিয়ে তিনি সভাপতি পদে এগিয়ে রয়েছেন।

সভাপতি পদে অন্যদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোবাশ্বির আহমদ, বর্তমান কমিটির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, মহি উদ্দিন চৌধুরী, ফহিম, যুগ্ম সম্পাদক পান্না দত্ত, সৈয়দ সেলিম হক, সহসম্পাদক সিপার আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন। সভাপতি পদে সুমন ও রুমেলও বেশ আলোচনায় রয়েছেন বলে জানা গেছে।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত, অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, সুমেশ দাশ যীশু, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাশ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সৈয়দ নাজমুলুর রহমান, দপ্তর সম্পাদক তুষার আহমদ, সহসম্পাদক সাদমান সাকিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি। আসন্ন সম্মেলন সামনে রেখে প্রত্যেকেই দৃষ্টি আকর্ষণ ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। পছন্দের ব্যক্তিকে জেলা কমিটির পদে পেতে প্রচারণা চালাচ্ছেন তাঁদের কর্মী-সমর্থকরা।

Back to top button