সিলেট
সিলেটের আখালিয়া থেকে ইয়াবাসহ যুবক গ্রে*ফ*তা*র

নিউজ ডেস্ক- সিলেটের কোতোয়ালি থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী রাসেল মিয়াকে (২৭) গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা কোতোয়ালি মডেল থানার এসআই নজমুল হুদার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাসেলেন কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার এবং তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেল আখালিয়ার ৯/১ এর আব্দুল হান্নান পুতুলের ছেলে।
উদ্ধারকৃত ৭০পিস ইয়াবার বাজার মূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার এস আই নজমুল হুদা। তিনি বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়েরে করে। মামলা নং-১৫।