সিলেট

সিলেট কোম্পানীগঞ্জে ২টি চোরাই গরু উদ্ধার, মালিক খুঁজছে পুলিশ

টাইমস ডেস্কঃ কোম্পানীগঞ্জ থানা পুলিশ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রাম এলাকা থেকে ২টি চোরাই গরু উদ্ধার করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম গরু দুটি উদ্ধার করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিখাল ইউনিয়নের কোম্পানীগঞ্জ গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় পুলিশ গরু দুটি উদ্ধার করে। পুলিশের ধারণা, চুরি করে কেউ এখানে গরু ফেলে রাখতে পারে। গরুর প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে গরু দুটি কোম্পানীগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, গরু চুরির বিষয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গরুর প্রকৃত দাবিদার থাকলে উপযুক্ত প্রমাণ নিয়ে কোম্পানীগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Back to top button