এক্সক্লুসিভ

বাড়িছাড়া ৪ যুবকসহ ‘জঙ্গি সম্পৃক্ততা’য় ৭ জন গ্রেফতার

বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া যুবকদের মধ্যে চারজনসহ মোট সাতজনকে ‘জঙ্গি সম্পৃক্ততা’র অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ সাতজনকে বুধবার (৫ অক্টোবর) ঢাকার আশপাশের এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

তবে বাড়িছাড়া বাকি তিনজনের বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

Back to top button