আন্তর্জাতিক

আমিরাতের বাসিন্দাদের জন্য খুলে দেয়া হলো নতুন হিন্দু মন্দির

নিউজ ডেস্ক- সংবাদমাধ্যমের খবরে জানা যায়, নতুন মন্দিরটি উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থানমন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল-নাহিয়ান।

উদ্বোধনের পর নতুন হিন্দু মন্দিরটি প্রথমবারের মতো পুণ্যার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, শেখ নাহিয়ান বিন মুবারক আল-নাহিয়ান মন্দিরের মাল্টিপারপাস হলে একটি লণ্ঠন জ্বালিয়ে মন্দিরের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তাসহ ভারতীয় সম্প্রদায়ের অন্তত ২০০ জন উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই মন্দিরটির অবস্থান দুবাই-আবুধাবি হাইওয়ের কাছে আবু মুরেইখাহ অঞ্চলে।

Back to top button