বিয়ানীবাজার সংবাদ

সিলেট জেলা পরিষদ নির্বাচন, ৮নং ওয়ার্ড বিয়ানীবাজারে ৯ প্রার্থী লড়াই

নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিলেট জেলা পরিষদক নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশী প্রার্থীর ৮নং ওয়ার্ডে চলছে ব্যাপক প্রচার-প্রচারনা। শেষ মুহুর্তে জনপ্রতিনিধিদের প্রতিনিধি হতে ৯ প্রার্থীর সবাই ছুটছেন ১৪৬ ভোটারের কাছে, বিভিন্ন ইউনিয়নে চলছে ব্যাপক প্রচারনা। প্রচারনার পাশাপাশি ভোট বিক্রির কানাঘুষা রয়েছে সর্বত্ত, তবে এই ভোটযুদ্ধে কে জিতবে শেষ মুহুর্তেও এসে বুজা যাবে না বলছেন রাজনৈতিকভাবে সচেতন মানুষ।

সিলেট জেলা পরিষদ ৮নং ওয়ার্ড বিয়ানীবাজারে নির্বাচনে ৯ প্রার্থীরা হলেন, সদ্য সাবেক সদস্য উপজেলা বিএনপির সিনিয়র সদস্য নজরুল হোসেন (ফ্যান প্রতিক), চারখাই ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাহমদ আলী (হাতী প্রতিক), বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদির (ক্রিকেট ব্যাট), পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী খসরুল হক (উট পাখি) , মাথিউরা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সিহাব উদ্দিন (অটোরিক্সা), বঙ্গবন্ধু কিশোর মেলা কেন্দ্রীয় নেতা ময়েজ উদ্দিন (ময়েজ শেঠ) (টিফিন), উপজেলা আওয়ামীলীগের সদস্য আরবাব খান (তালা), সাবেক ছাত্রনেতা ফ্রান্সপ্রবাসী আলিম উদ্দিন সুমন (ঘুড়ি) ও আলী আহমদ (টিউবওয়েল)।

সরেজমিনে জেলা পরিষদের ভোটার বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা যায়, অপেক্ষাকৃত যোগ্য ব্যাক্তিকেই বেচে নিবেন তারা, কারন হিসাবে তারা বলছেন সংসদ সদস্যের কৌটায় পাওয়া উন্নয়নের সাথে জেলা পরিষদের উন্নয়ন বাজেট নিজ নিজ এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য ভোটার বলেন, জেলা পরিষদ নির্বাচনে ভোটের দাম লাখ টাকা হাকানো হচ্ছে যা অশনী সংকেত। তিনি বলেন, কিছু ইউপি সদস্য সরাসরি প্রার্থীদের সাথে টাকা নিয়ে আলোচনা করছেন যা ভোটের পরিবেশকে নষ্ট করছে।

জেলা পরিষদের ভোটার লাউতা ইউপি সদস্য আহমদ হোসেন স্বপন বলেন, সব প্রার্থীরা যোগাযোগ করছেন, আমরা জেলা পরিষদ থেকে যিনি এলাকার উন্নয়ন আনতে পারবেন এমন প্রার্থীকে বেচে নিবো। একই ইউনিয়নের আরেক সদস্য মনজ্জির আলী বলেন, যার দ্বারা আমাদের সমন্ময় করে উন্নয়ন সম্ভব আমরা তাকেই বেছে নিবো। মোল্লাপুর ইউপি সদস্য ও জেলা পরিষদের ভোটার আব্দুর রহমান বলেন, যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে অনেকেই যোগ্য তবে পারিবারিকভাবে ঐতিহ্যবাহি মানুষ এবং দুর্নীতি করবেন না এমন প্রার্থীকে ভোট দেয়ার ইচ্ছা।

লাউতা ইউনিয়ন চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, যারা প্রার্থী হয়েছেন দুই একজন ব্যাতীত সবাই বিয়ানীবাজারে পরিচিত মুখ, তাদের অতীতের কার্যক্রম এবং বর্তমান অবস্থান দেখে জনগনের উন্নয়নের স্বার্থে সঠিক প্রার্থীকে ভোট দিবো। মোল্লাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মছরুর আহমদ বলেন, সবাই আসছেন শেষে সিন্ধান্ত নিবো কাকে ভোট দিবো।

সদস্য পদপ্রার্থী ময়েজ আহমদ (শেঠ) বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, রাজনীতি পরিবারের সাথে বেড়া উঠা আমার, তাই সকল দল-মতের উর্ধ্বে উঠে সবাইকে নিয়ে একটি মডেল ৮নং ওয়ার্ড করতে চাই। নিশ্চয়ই ১৭ তারিখ ভোটাররা তাদের সুচিন্তিত রায় আমাকে প্রদান করে বিয়ানীবাজারবাসীর সেবা করার সুযোগ দিবেন।

জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য বর্তমান সদস্য প্রার্থী নজরুল হোসেন বলেন, বিগত দিনের কর্মকান্ডকে দেখে প্রার্থীরাই তাকে বেছে নিবেন বলে তার বিশ্বাস।

আরেক সদস্য প্রার্থী মাথিউরা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, জনপ্রতিনিধি থাকা অবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত মানুষের সেবা করেছি তাই এই জেলা পরিষদ সদস্য প্রার্থী হিসাবে সকল বিজ্ঞ ভোটারের কাছে ভোট পেতে যাচ্ছি, নিশ্চয়ই তারা তাদের সুচিন্তিত মতামত আগামী ১৭ অক্টোবর প্রদান করবেন।

Back to top button