এক্সক্লুসিভ
ফের করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার পঞ্চগড় থেকে ফেরার পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তার শরীরে বেশ জ্বর। তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়।
মঙ্গলবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ড. হাছান এর আগেও দুইবার করোনায় আক্রান্ত হয়েছেন।