সারাদেশ

মোমবাতি জ্বালিয়ে বিচারকাজ পরিচালনা করলেন বিচারপতিরা

নিউজ ডেস্ক- জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর প্রভাব দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও পড়ে। তবে বিদ্যুৎ না থাকায় উচ্চ আদালতের বিচারকাজ থেমে ছিল না। হাইকোর্টের একটি বেঞ্চে এজলাস কক্ষে মোবাইলের আলো ও মোমবাতি জ্বালিয়ে বিচারকাজ পরিচালনা করেছেন বিচারপতিরা।

আদালতে উপস্থিত ছিলেন, এমন একাধিক আইনজীবী বিষয়টি জানিয়েছেন।

তারা জানান, বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার সকাল থেকেই বিচারকাজ পরিচালনা করছিলেন। দুপুরে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে সুপ্রিম কোর্ট। এ সময় এনেক্স ভবনের জেনারেটরও বন্ধ ছিল।

তারা আরও জানান, এমন পরিস্থিতিতে এজলাস কক্ষে থাকা আইনজীবীরা বিচারকাজ বন্ধ করেননি। মোমবাতি জ্বালিয়ে এবং তাদের মোবাইলের লাইটের আলোতে বিচারকাজ চলতে থাকে। প্রায় সোয়া ঘণ্টা এভাবেই অনেক মামলা নিষ্পত্তি করেছেন সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ।

এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব জানান, বিদ্যুৎহীন অবস্থায় অনেক কষ্ট স্বীকার করে দুজন বিচারপতি দীর্ঘ সময় বিচারকাজ পরিচালনা করেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) আশা প্রকাশ করেছে, রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। শুরুতে জরুরি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে প্রাধান্য দেওয়া হচ্ছে। এরই মধ্যে টঙ্গি, ঘোড়াশালসহ কয়েকটি জায়গার পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে।

জানা গেছে, আশুগঞ্জ গ্রিডে ত্রুটির ফলে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) হয়। এতে রাজধানীসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে এ বিপর্যয় ঘটে।

Back to top button