বিয়ানীবাজার সংবাদ

৫ ঘন্টা পর বিয়ানীবাজারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক!

বিয়ানীবাজার টাইমসঃ জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিয়ানীবাজারসহ দেশের বেশীরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা দুইটার দিকে এই বিপর্যয় ঘটে।

ঘটনার পর পর বিদ্যুৎ বিতরণে সরকারি কোম্পানি পাওয়ার গ্রিডের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই গ্রিডের আওতায় সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

তবে বিদ্যুৎ বিপর্যয়ের প্রায় ৫ ঘন্টা পর ধাপে ধাপে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হচ্ছে।

বিয়ানীবাজারে ও স্বাভাবিক হয়েছে এখন বিদ্যুৎ সরবররাহ।

হঠাৎ করে বিদ্যুৎ এর এমন বিপর্যয়ে সাধারণ মানুষের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। ভ্যাপসা গরমে তখন জনজীবনে দুর্ভোগ নেমে এসে। অবশেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে।

Back to top button