জাতীয়

বিদ্যুৎ বিভ্রাটে শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ রয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম। ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর থেকে বিমানবন্দরে এই সমস্যার সৃষ্টি বলে জানা গিয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘পুরো ঢাকা শহরে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। যার কারণে ইমিগ্রেশনের সার্ভার ডাউন। আমরা ব্যাকআপ দিয়ে কাজ করছি। তবে খুব ধীরে কাজ করছে সার্ভার। কত সময় ধরে এই সমস্যা জানতে চাইলে বলেন, প্রায় আধাঘণ্টা হবে। বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে।’

এদিকে বিমানবন্দরের একাধিক সূত্র বলছে, বিমানবন্দরের ইমিগ্রেশনে কোনো ব্যাকআপ নেই। যার কারণে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বিদেশ থেকে আসা যাত্রী এবং বিদেশগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সৌজন্যঃ সারাবাংলা

Back to top button