জাতীয়
৫৮ মিনিট উড়ে ঢাকায় জরুরি অবতরণ এয়ার এ্যারাবিয়ার ফ্লাইটের

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা থেকে উড়াল দেওয়ার ৫৮ মিনিটের মধ্যে ঢাকায় ফিরে জরুরি অবতরণ করে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ার এ্যারাবিয়ার একটি ফ্লাইট।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, এয়ার এ্যারাবিয়ার (৩এ৬৪) ফ্লাইটটি এয়ারবাস ব্র্যান্ডের এ৩২০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। ফ্লাইটটি ৬টা ৫৭ মিনিটে আবুধাবির উদ্দেশে রওনা হয়। তবে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মাগুরার আকাশ থেকে ফ্লাইটটি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয়।
পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
ফ্লাইটের যাত্রী ও ক্রুরা নিরাপদে আছেন বলে জানা গেলেও তাদের সংখ্যা জানা যায়নি।