সিলেট

সিলেটে মাদ্রাসা ছাত্রকে অপহরণের পর হত্যাচেষ্টা, মামলা

নিউজ ডেস্ক- সিলেটে দশম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে হত্যাচেষ্টার দায়ে মহানগর পুলিশের জালালাবাদ থানায় ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

অপহৃত ছাত্রের নাম হায়দার হোসেন ইয়াহিয়া (১৬)। সে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজির গাঁও শাখার দশম শ্রেণীর ছাত্র ও নাজিরগাঁও গ্রামের আলী আহমদের ছেলে।

গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন নাজিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জালালাবাদ থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেছে।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নাজিরেরগাঁওয়ের পশ্চিমে কছির মিয়া মার্কেট সংলগ্ন বাদাঘাট রাস্তার উপর একই গ্রামের দুই পক্ষের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির ঘটনা ঘটে।

গ্রামের প্রভাবশালী ওয়ারিছ মিয়ার নেতৃত্বে অপরপক্ষের রাশিদ আলী, জমির আলী ও তাদের পক্ষের লোকজনের উপর চড়াও হয়ে সশস্ত্র হামলা চালানোর চেষ্টা করলে উপস্হিত সচেতন মহল তাদেরকে নিভৃত করার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। পরে ওয়ারিছ মিয়া ও তার পক্ষের লোকজনকে খুন গুম করার প্রকাশ্যে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে দিবেন বলে এলাকার সচেতন মহল উভয় পক্ষের মধ্যে এক সালিশ বসান। এতে ওয়ারিছ মিয়া ও তার পক্ষের লোকজন সন্তুষ্ট হতে না পেরে পরের দিন, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার পুর্বে ওয়ারিছ মিয়া ও তার লোকজন প্রতিপক্ষের আলী আহমদের ছেলে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরেরগাঁও শাখায় দশম শ্রেণির শিক্ষার্থী হায়দার হোসেন ইয়াহিয়াকে (১৬) তাদের বাড়ি পাশের খেলার মাঠ থেকে অপহরণ করে। তাকে ওয়ারিছিলে বাড়িতে নিয়ে হত্যার উদ্যেশ্যে নির্যাতন চালায়।

এসংবাদ পেয়ে ওই ছাত্রের আত্মীয়- স্বজন পুলিশকে বিষয়টি অবগত করলে জালালাবাদ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওয়ারিছ মিয়ার বাড়ি থেকে হাত পা বাধা মুমুর্ষ অবস্হায়

ইয়াহইয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার গোপনাঙ্গসহ বিভিন্নস্থানে কঠিন নির্যাতনের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এ ঘটনায় অপহৃত ছাত্রের পিতা আলী আহমদ বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এতে মামলার আসামীরা আরও ক্ষিপ্ত হয়ে অপহৃত ছাত্রের পিতাসহ তার আত্মীয় স্বজনকে হাট-বাজারে, রাস্তা-ঘাটে প্রকাশ্যে হুমকি প্রদর্শণ করছে। এমনকি তারা ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে বাদীর বাড়ির আশপাশে প্রকাশ্যে মহড়া অব্যাহত রেখেছে বলেও জানান বাদী আলী আহমদ।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

Back to top button