দোয়ারাবাজারে অনলাইনে প্রতারণা: ৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের দোয়ারাবাজারে অরোরা অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সাত জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের পুত্র মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের মাওলানা আব্দুল মান্নান জিহাদীর ছেলে আব্দুর রহমান আল আমিন (৩১), উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩০), পাইকপাড়া গ্রামের আলতু মিয়ার ছেলে আব্দুল হাসনাত (৩৫), ছাতক থানার মানিকপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আনোয়ার হোসেন মাস্টার (৩৬), বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের মাওলানা আব্দুল মান্নান জিহাদীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৩), মৃত হাজী বাদশা মিয়ার ছেলে মাওলানা আব্দুল মান্নান জিহাদী (৫৫) ও কৈয়াজুরী গ্রামের আঃ শহিদের স্ত্রী মোছাঃ মজিদা খাতুন (৪৫)।
সম্প্রতি বিনিয়োগকারীগণ পুজি ও লভ্যাংশ ফেরত চাইলে এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বৃহস্পতিবার রাতে বিনিয়োগকারীরা আব্দুর রহমান আল আমিনকে ধরে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে আব্দুল রহমান আল আমিন জেল হাজতে রয়েছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, একটি ভূয়া ওয়েবসাইট অরোরা মাধ্যমে বিনিয়োগ করিয়ে উচ্চ মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
আব্দুর রহমান আল আমিনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রতারণার এই নতুন কৌশলটি সংক্রান্তে তথ্য সংগ্রহ পূর্বক তদন্তক্রমে ব্যাবস্থা নেয়া হচ্ছে।