বিনোদন
বিয়ের তারিখ জানিয়ে দোয়া চাইলেন বুবলী

এবার শাকিব খানের সঙ্গে তিনটি ছবি দিয়ে নিজেদের বিয়ে ও ছেলে শেহজাদ খান বীরের জন্মতারিখ জানালেন চিত্রনায়িকা বুবলী।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন বুবলী।
সেখানে তিনি লিখেছেন,
এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ
২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০
#our marriage date & our son’s birth
Pictures were taken at Times Square, USA
Please everyone keep us in your prayers!