প্রবাস

অস্ট্রেলিয়ার কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভুত সুমন সাহা

বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর সুমন সাহা নিউ সাউথ ওয়েলস রাজ্যের কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো একজন বাংলাদেশি এ ধরনের পদে নির্বাচিত হলেন। ২০১৭ সাল থেকে কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন সুমন সাহা।

সুমন সাহা বাংলাদেশি কমিউনিটিসহ অস্ট্রেলিয়ার মূলধারার রাজনৈতিক জনগোষ্ঠীর কাছে সমাদৃত। আগামী সেপ্টেম্বর ২০২৩ সাল পর্যন্ত ডেপুটি মেয়রের হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।

বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন সুমন সাহা । ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আসেন পরবর্তীতে অভিবাসী হন। ডেপুটি মেয়র নির্বাচিত করে তার ওপর বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সুমন সাহা। তিনি বলেছেন, ‘বয়স, লিঙ্গ এবং জাতি নির্বিশেষে সবার কাছে আমাদের সেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আমি উৎসুক’।
সুমন সাহাকে অভিনন্দন জানিয়ে কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র লিজা লেক বলেন, ‘কাউন্সিলর সুমন সাহা ওয়েন্টওয়ার্থভিল ওয়ার্ডের বিভিন্ন কমিউনিটির কাছে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা করছি’।

Back to top button