নিউইয়র্ক টাইম স্কয়ারের সমাবেশ, বাংলাদেশ জেনোসাইডকে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান

৩০ লাখ মানুষ নিধনের বাংলাদেশ জেনোসাইড ১৯৭১কে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের টাইম স্কয়ারে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে জাতিসংঘ বরাবরে এ নিয়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়েছে। স্মররকলিপি প্রদানের জন্য ৫ অক্টোবর বুধবার জাতসংঘের ঊর্ধ্বতন কর্মকর্মতাদের সাথে সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে এই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব জামান। চিত্রাংকন পর্বের উদ্বোধন করেন বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের মিথুন আহমেদ।
ঘোষণাপত্র পাঠ করেন আশরাফুল হাসান বুলবুল, লুৎফুন্নাহার লতা, সুব্রত বিশ্বাস, মুজাহিদ আনসারী, মিনজাহ আহমেদ সাম্মু, সেমন্তি ওয়াহেদ। বক্তব্য রাখেন ডা. ফেরদৌস খন্দকার, শরাফ সরকার, আল আমিন বাবু, তাজুল ইমাম, আব্দুল বাতিন, রেজাউল বারী বকুল, নিনি ওয়াহেদ, ফাহিম রেজা নূর, ওবায়দুল্লাহ মামুনসহ অনেকেই। এছাড়া মুক্তিযোদ্ধা তাজুল ইমামের নেতৃত্বে শিল্পীরা মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র অংকন করেন। সমন্বয়ে ছিলেন সনজীবন কুমার, জাকির হোসেন বাচ্চু।
উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের জাকির আহমেদ রনি, মহিলা পরিষদের সুলেখা পাল, উদীচীর হিরো চৌধুর, প্রোগ্রেসিভ ফোরামের আলীম উদ্দিন, সেক্টর কমান্ডার্স ফোরামের লাভলু আনসার ও রাশেদ আহমেদ, নতুন প্রজন্মের শিশু-কিশোররা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার শপথগ্রহণ এবং বিশাল ক্যানভাসে লাল-সবুজ রঙের হাতের ছাপচিত্র দেয়। সমাবেশে জাতীয় সঙ্গীত পরিবেশন, মুক্তিযুদ্ধের সময়ের স্লোগান দেয়া হয়।
অনুষ্ঠান আয়োজনে ছিলে আমরা একাত্তর, প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, বাঙালিয়ানা, গণজাগারণ মঞ্চ, প্রজন্ম একাত্তর, উদীচী, শেখ রাসেল ফাউন্ডেশন, মহিলা পরিষদ, মানবী, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্বসাহিত্য কেন্দ্র, একুশে চেতনা পরিষদ এবং আর্টিস্টস ফোরাম।
সমাবেশে বলা হয়, “একাত্তরে, তৎকালীন পূর্ব পাকিস্তানের নয় মাসে ৩০ লাখ মানুষকে হত্যা ও দুই লাখ ধর্ষণের ঘটনার পূর্বে তৎকালীন সামরিক বাহিনীর প্রধান, বালুচিস্তানের কসাই টিক্কা খানের ঘোষণা, ‘আমি মাটি চাই, মানুষ নয়’ ঘোষণাই প্রমাণ করে বাংলাদেশে কোনো সাধারণ গণহত্যা অনুষ্ঠিত হয়নি, এটি ছিল বাঙালি জাতির অস্তিত্ব সমূলে নিশ্চিহ্ন করে দেয়ার উদ্দেশ্যে জাতিবিদ্বেষপ্রসূত পরিকল্পিত জেনোসাইড।”
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একান্ন বছর অতিবাহিত হলো, অথচ জাতিসংঘে বাংলাদেশের এই জেনোসাইড-এর কোনো স্বীকৃতি নেই। এ পর্যন্ত বাংলাদেশ সরকার কিংবা জনগণের পক্ষ থেকে কোনো জোর দাবিও জানানো হয়নি। তবে আশার কথা, এক বেসরকারি উদ্যোগে জেনেভাভিত্তিক একটি অভিবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সাপোর্ট গ্রুপ এবং বাংলাদেশের দুটি সংগঠন আমরা একাত্তর ও প্রজন্ম একাত্তর মিলিতভাবে কাজ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ৩ নভেম্বরের অধিবেশনে বাংলাদেশের জেনোসাইড ইস্যুটি অন্তর্ভুক্ত করতে পেরেছে। এই উদ্যোগের সমান্তরালে বাংলাদেশের সর্বত্র এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর গুরুত্বপূর্ণ শহরগুলোর অভিবাসী বাংলাদেশিদের মধ্যে জাতিসংঘের কাছ থেকে জেনোসাইডের স্বীকৃতির আদায়ের দাবির সমর্থনে বিশ্বজনমত গঠনের উদ্যেশ্যে গণসংযোগ ও গণসমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে।