প্রবাস

বাংলাদেশি পাপিয়া শারমীন এখন নিউইয়র্ক সিটির ট্রাফিক সুপারভাইজার

নিউইয়র্ক সিটির ট্রাফিক বিভাগে বাংলাদেশি নারীদের অগ্রযাত্রা চলছেই। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন- বাপার ট্রাস্টি পাপিয়া শারমীন ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশের নড়াইলের মেয়ে পাপিয়া শারমীন পরিবারের সাথে ২০১৬ সালে আমেরিকায় আসেন। ২০১৭ সালে তিনি এনওয়াইপিডির ট্রাফিক বিভাগে যোগ দেন। অল্পদিনেই মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশি এ নারী ট্রাফিক সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছেন।

৩০ সেপ্টেম্বর শুক্রবার পদোন্নতি পাওয়ার পর প্রথম আলোকে দেয়া প্রতিক্রিয়ায় পাপিয়া শারমীন বলেন, যুক্তরাষ্ট্রের সমাজ নারী-পুরুষের অগ্রযাত্রার নানা সুযোগ সৃষ্টি করে রেখেছে। এসব

সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি নারীরাও সমান্তরালে এগিয়ে যাবে।

পাপিয়া শারমীনের ভাই-বোনও এনওয়াইপিডির ভিন্ন ভিন্ন বিভাগে কাজ করছেন। তাঁর বোন হালিমা শারমীন পুলিশ বিভাগের অধীনে নিউইয়র্ক সিটি স্কুল সেফটি বিভাগে কাজ করে থাকেন। পাপিয়া শারমীনের একমাত্র ভাই আরাফাত আকাশ এখনও শিক্ষার্থী, নিজেকে যুক্ত রেখেছেন সিটির অক্সিলারি পুলিশ হিসেবে।

নিজের পেশার পাশপাশি একজন অ্যাডভেঞ্চারপ্রিয় নারী পাপিয়া শারমীন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেট ভ্রমণ করেছেন। কাজ-কর্মের ফাঁকে বিভিন্ন এলাকার বৈচিত্র্য খোঁজার মধ্যে আনন্দ পান বলে জানালেন। তিনি তাঁর সাফল্যের জন্য যারা অভিনন্দন জানিয়েছেন, সবার প্রতি নিজের ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

Back to top button