“বর্তমান ব্যবস্থায় ভোট হলে তা হবে একতরফা”

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর অন্যান্য রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। চার্লস হোয়াইটলি’র গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, ফ্রান্সের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের সঙ্গে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বেশি আলোচনা হয়েছে। রাষ্ট্রদূতরা আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির অবস্থান কী তা জানতে চেয়েছেন। জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান তাদের দলের অবস্থান তুলে ধরেন। রাষ্ট্রদূতরা জানতে চান জাতীয় পার্টি বিদ্যমান সরকারের অধীনে নির্বাচনে যাবে কিনা? তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিরোধী দলগুলো যে দাবি করছে সে সম্পর্কে তাদের অবস্থান কি? জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাষ্ট্রদূতদের জানান, জাতীয় পার্টি মনে করে বর্তমান সরকার একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়েছে। তাদের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন একতরফা নির্বাচনে পরিণত হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও পুরোপুরি সঠিক নয়। কী ব্যবস্থায় নির্বাচন হলে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে সে বিষয়ে জাতীয় পার্টি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সামনের কিছুদিনের মধ্যেই দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
সরকারের অধীনে নির্বাচনে না গেলে নির্বাচন বর্জন করতে হবে। এমন কোনো সিদ্ধান্তও দলের চেয়ারম্যান এককভাবে নিতে পারেন না। এটিও আলোচনার বিষয়।
সামনে এ বিষয়গুলো পরিষ্কার করা হবে। সূত্র জানায়, রাষ্ট্রদূতরা জাতীয় পার্টির দলীয় কিছু বিষয় নিয়েও জানতে চেয়েছেন- এ বিষয়ে দলীয় ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মানবজমিনকে বলেন, আমাদের দলের বিষয়ে তাদের অনেক কৌতূহল আছে। তারা কিছু বিষয় জানতে চেয়েছেন, আমরা তাদের তা অবহিত করেছি। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সরকার নিয়ে আমাদের কোনো ফর্মুলা আছে কিনা তা তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি, বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একতরফা নির্বাচন হতে পারে। তত্ত্বাবধায়কও একেবারে গ্রহণযোগ্য নয়। কারণ তা নিয়েও সমালোচনা আছে। তাই জাতীয় পার্টি নির্বাচনকালীন সরকার বিষয়ে ভাবছে। আমরা সামনে আমাদের ফর্মুলার বিষয় উপস্থাপন করবো।
বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু মানবজমিনকে বলেন, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিকসহ নানা বিষয়ে কথা হয়েছে। আগামী জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায়Ñ ইভিএমের সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সভা-সমাবেশ করতে পারি না। এ জন্য বলেছি, সভা-সমাবেশ করার জন্য পরিবেশ উন্মুক্ত থাকা উচিত। এখানে প্রশাসনের যে অনুমতি লাগে সেটা ঠিক না।