এক্সক্লুসিভ

ধর্মীয় ‘উস্কানির’ অভিযোগে যুবক গ্রেফতার

সোশ্যাল মিডিয়া ডেস্কঃ ফেসবুকে দেওয়া পোস্টকে ধর্মীয় ‘উস্কানির’ অভিযোগে মো. ইয়াছিন রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে নোয়াখালীর সদরের চৌমুহনী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। রুবেল বেগমগঞ্জ উপজেলার করিমপুরের কালু মিয়া বাড়ির সালেহ উদ্দিনের ছেলে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রুবেল তার ফেসবুক আইডিতে হিন্দু সম্প্রদায়ের চলমান দুর্গাপূজাকে কটাক্ষ করে মন্তব্য পোস্ট করেছেন। যা ধর্মী উস্কানিমূলক বলে মনে করেন তিনি।

ইয়াসিন রুবেল ফেসবুক পোস্টে লেখেন, ‘ইসলামে মূর্তিপূজা এক ভয়ংকর অপরাধ। অতএব কোনো মুসলমান পূজাকে ‘উইশ’ করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম ও স্পষ্ট কুফুরি।’

এসপি শহীদুল ইসলাম বলেন, ‘তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি গোচর হলে উত্তেজনা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে‌। রুবেলের এই পোস্টটি জেলা গোয়েন্দা পুলিশের নজরে এলে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Back to top button