জুড়ীমৌলভীবাজার

জুড়ী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, পদ প্রত্যাশীদের সিভি আহ্বান

বিশেষ প্রতিনিধিঃ জুড়ী ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ। শনিবার (১ অক্টোবর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মৌলভীবাজার জেলা শাখার অন্তর্গত জুড়ী উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। জুড়ী উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ১৫ অক্টোবর মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহবান করা হলো।

Back to top button