সুনামগঞ্জ

সুনামগঞ্জে কাবাডি নিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ, শিশুসহ আহত অর্ধ শতাধিক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাবাডি খেলা নিয়ে তিন গ্রামের সংঘর্ষে শিশুসহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে দুই পক্ষের নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সোলেমানপুর মাদ্রাসা মাঠে এ সংঘর্ষ বাঁধে।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- রুহুল আমিন (৩৫), সাজিকুল নিয়া (৩২), নজির হোসেন (২৫), আক্তার হোসেন (২২), রকিব মিয়া (১৮), সাইদুল মিয়া (৩০), জামিরুল (২৫), রায়হান মিয়া (২৫), আনোয়ার মিয়া (১৬), হিরন মিয়া (১৩), রবিন মিয়া (২২), সোহান মিয়া (৮), হুমায়ুন ফরিদ (১০), মোজাহিদ (২৪), আসাদুল মিয়া (৩৯)।

এলাকাবাসী জানায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সোলেমানপুর মাদ্রাসা মাঠে বিকাল ৩টায় সোলেমানপুর মাদ্রাসা মাঠে শুরু থেকে ভালভাবে খেলা চললেও শেষ পর্যায়ে খেলার নিয়ম না মানায় সন্ধ্যা ৬টায় নয়নগর গ্রামের এক লোক পাঠাবুকা গ্রামের এমরান হোসেনের গায়ে হাত তুলে। এ নিয়ে উত্তেজনা শুরু হলে একপর্যায়ে তিন গ্রামের মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় শিশুসহ অর্ধ শতাধিক মানুষ আহত হয়। এলাকাবাসী গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়।

তাহিরপুর থানা ওসি সৈয়দ ইফতেখার হোসেন কাবাডি খেলা নিয়ে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

Back to top button