১৯ লাখ টাকা দিয়েও স্বপ্নের ইতালি যেতে পারলোনা যুবক,৩ মাস পর দেশে ফিরলো লাশ

নিউজ ডেস্কঃ সুনামগ’ঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের কৃ’ষক তরিকুল ইসলাম তার ছেলে একুয়ান ইসলামকে (১৯) জ’মি বিক্রি করে দা’লা’লকে ১৯ লাখ টাকা দিয়েও শেষ র’ক্ষা হল না। তিন মাস পর ই’তালি যাওয়ার বদলে ছেলের প্রা’ণহী’ন দে’হ এলো বাড়িতে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ম’রদে’হ গ্রামে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। কান্নায় ভে’ঙে পড়ে পরিবারের লোকজন। এলাকাবাসী ও একুয়ানের পরিবারের লোকজন জানান, গত বছরের মার্চ মাসে একই গ্রামের লিবি’য়ায় অবস্থানরত দালাল আলী হোসেনের মাধ্যমে চার লাখ টাকায় লি’বিয়া যায় একুয়ান।
সেখানে পৌঁ’ছার পর দা’লা’ল চ’ক্র তাকে আ’টক করে অ’মানবিক নি’র্যাত’ন চালায়। মা’ফিয়ার কথা বলে প্রাণ র’ক্ষা করার জন্য ১০ লাখ টাকা পাঠায় একুয়ানের পরিবার। পরে আরও ৫ লাখ টাকা দিয়ে তাকে ইতালি পা’ঠানোর চু’ক্তি হয় দা’লাল আলী হোসের স’ঙ্গে। গত ১৬ জুন অ’বৈধভাবে সাগরপথে ই’টালি যাওয়ার পথে রহ’স্যজ’নক মৃ’ত্যু হয় একুয়ানের।
এ খবর জানার পর ভে’ঙে পড়েন পরিবারের লোকজন। অন্যদিকে দালা’ল আলী হোসেনের বাবা মা গ্রাম ছেড়ে গা ঢাকা দেয়। গত বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তার ম’রদে’হ দেশে আসে। পরে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ময়’নাতদ’ন্তের পর গ্রামের বাড়িতে আসে তার ম’রদে’হ’।
একুয়ানের বাবা তরিকুল ইসলাম জানান, পরিবারের স’চ্ছলতা আনতে জায়গা জমি সব বি’ক্রি করে করে তিন কি’স্তিতে দা’লা’ল আলী হোসেনের বাবা শ্রীধরপাশা গ্রামে বসবাসকারী আবুল মিয়া ও মা আসমা বেগমের কাছে ১৯ লা’খ টাকা দেই। আমার ছেলেকে অ’মান’বিক নি’র্যাত’ন করে হ’ত্যা করা হয়েছে। আমাদের কাছে সা’ক্ষ্য প্রমাণ রয়েছে। আমি দালা’ল আবুল ও তার পরিবারের বি’রু’দ্ধে মাম’লা দা’য়ের করব।
একুয়ানের চাচা ফজলু মিয়া বলেন, দুই ভাই তিন বোনের মধ্যে একুয়ান ছিল সবার বড়। অ’ভাবের সংসা’রে স’চ্ছলতা আনতে দা’লাল’দের প্ররোচনায় জমি বি’ক্রি করে লিবিয়া যায়। সেখানে তাকে মা’রধ’র করায় তাকে মা’ফিয়া চ’ক্রে’র কাছ থেকে বাঁ’চাতে ১০ লাখ টাকা এবং ইতালি পাঠানোর জন্য আরও ৫ লাখ টাকা দেয়া হয়।
কিন্তু লা’শ হয়ে ফিরল সে। আমরা এ ঘট’নার বি’চার চাই। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একুয়ানের পরিবারের প’ক্ষ থেকে অভি’যোগ পেলে আইনানুগ প’দক্ষে’প গ্রহণ করা হবে।